আইওই লিমিটেডের চেয়ারম্যানের ৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

3 months ago 8

আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আফতাবুল ইসলামের ৯৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৩ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার ৫৪৮ টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, এ কে এম আফতাবুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে স্বনামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য ছয় সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট আফতাবুল ইসলাম অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব হতে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামের ৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এমআইএন/এমএএইচ/জিকেএস

Read Entire Article