আইনজীবী আলিফ হত্যা: জবানবন্দি দিলেন প্রধান আসামি চন্দন

2 weeks ago 16

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চিন্ময় দাস ব্রহ্মচারীর সমর্থক চন্দন দাস।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। চন্দন দাস আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি।

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে সোমবার আদালতে হাজির করা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা মামলায় গ্রেফতার চন্দন দাসের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে আবেদন করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চন্দন দাস। আসামি চন্দন দাস আলিফ হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন

গত ৫ ডিসেম্বর মামলার প্রধান আসামি চন্দন দাসকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ওইদিন সিএমএম স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়ার তিনদিনের মাথায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চন্দন দাস।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন।

পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওইদিন কর্মস্থল আদালতপাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন চিন্ময় অনুসারীরা।

এমডিআইএইচ/এমআরএম/এমএস

Read Entire Article