আইনজীবী হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম

2 months ago 31

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল বের করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এ ঘোষণা দেন।

এদিন মশাল মিছিলে যোগ দেয় ইসলামি ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

মশাল মিছিলটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এমএইচএ/জেডএইচ/

Read Entire Article