সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। এ সময় তারা ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালিত হয়। এ সময় ‘ধর্ষকদের কালো হাত-ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ধর্ষকদের শাস্তি-দিতে হবে দিতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী পলি বলেন, যে সরকার জুলাই বিপ্লবে নারীদের বিপ্লবী ঘোষণা দিয়েছে সেই সরকার কি বুঝতে পারছে না আমরা নারীরা বাইরে নিরাপদ নই। গতদিন স্ত্রীকে ধর্ষণের জন্য ধর্ষককে হত্যা করায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই ধর্ষককে গ্রেফতার করা হয়নি।
আরেক শিক্ষার্থী সামিয়া বলেন, আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে ধর্ষণের জন্য পোশাক দায়ী করা হয়। ধর্ষণের পর অপদস্থ হতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের বানে। এটা কোনোভাবেই কাম্য নয়। সারাদেশে ধর্ষণ চক্রবৃদ্ধি হারে বাড়ছে। ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে না পারলে এ সংকট আরও বাড়বে।
এমএইচএ/এমএএইচ/