আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

1 month ago 14

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী আলিফ নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা কলেজের হলপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইমের গলি হয়ে মিরপুর সড়ক দিয়ে নীলক্ষেত মোড় প্রদক্ষিণ করে কলেজের জামে মসজিদের সামনে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের সঙ্গী ইসকন তুই জঙ্গি, ২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে? শহীদ সাইফুল-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, জঙ্গিদের ঠিকানা এই বাংলায় হবে না’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী খালিদ বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের আইনজীবী সাইফুল ভাইকে হত্যা করেছে। অতি শিগগির দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হবে এবং এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যেন কেউ অপরাধ করার দুঃসাহস না দেখায়।

সাইদুল নামে এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার করেছে। ঠিক সেভাবে তার দোসররা আইনজীবীকে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ থেকে ইসকনের নিষিদ্ধ চাই। আমরা হিন্দু মুসলিম ভাই-ভাই, কেউ আমাদের আলাদা করতে পারবে না। অন্যায়ের প্রতিবাদে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবো।

এনএস/এসএনআর/এএসএম

Read Entire Article