আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান

2 hours ago 2

বয়স ছুঁয়েছে ৬০, তবুও বলিউডের ‘ভাইজান’ সালমান খান যেন একাকী পথের যাত্রী। প্রেমের গুঞ্জন যতবারই উঠেছে, বিয়ের আসর ততবারই ফিকে হয়ে গেছে। তবে তার একটা স্বপ্ন আজও অটুট। সেটা হলো বাবা হওয়ার ইচ্ছে। নিজের মুখেই স্বীকার করেছিলেন সালমান, বিয়ের জন্য নয়, বরং সন্তানের জন্যই ছিল তার পরিকল্পনা। কিন্তু আইনই যেন তার পথে সবচেয়ে বড় অন্তরায়। ফলে ইচ্ছে থাকলেও বাবা হওয়ার সেই স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমান যদিও বিয়ে করেননি। একা পুরুষ, তাই আইনি বাধার কারণে সন্তান নেওয়া তার জন্য কঠিন। তবে সালমান এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে করণ জোহরের উদাহরণ টেনে বলেছিলেন, আমি চেষ্টা করিনি এমনটা নয়। তবে করণের ক্ষেত্রে সেই আইন এখন বোধহয় পরিবর্তিত হয়েছে। করণ জোহর যেমন সারোগেসির মাধ্যমে সন্তান পেয়েছেন, সালমান মনে করেন সেই আইন এখন হয়তো বদলেছে।

সালমান আরও বলেন, ‘আমি বাচ্চা খুব ভালোবাসি, তবে বাচ্চা এলে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।’ 

প্রসঙ্গত, জীবনে একাধিক বার প্রেম এসেছে সালমান খানের জীবনে। সঙ্গীতা বিজলানির সঙ্গে তার বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন অভিনেতা নিজেই । এরপর কখনও ঐশ্বরিয়া রাই বচ্চন আবার কখনো বা ক্যাটরিনা কাইফ, তার প্রেমিকার সংখ্যার শেষ নেই। তবে শেষমেশ কোনো সম্পর্কই পরিণতি পায়নি। এই মুহূর্তে সিঙ্গলই রয়েছেন তিনি। বিয়েরও পরিকল্পনা নেই বলেই দাবি তার।

Read Entire Article