আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়া নিয়ে বিসিবির প্রতিক্রিয়া কী?
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমান–এর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে তাঁকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে আজ হঠাৎ করেই স্কোয়াড থেকে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কলকাতা নাইট রাইডার্স।
ভারতের বিভিন্ন অঞ্চলে মুস্তাফিজকে দলে রাখা নিয়ে কট্টরপন্থী কিছু সংগঠনের বিক্ষোভ চলছিল বলে জানা গেছে। সেই প্রেক্ষাপটে বিষয়টি গিয়ে দাঁড়ায় ক্রিকেট প্রশাসনের উচ্চপর্যায়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া–এর নির্দেশনার পরই কলকাতা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলছে।
মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, বিষয়টি নিয়ে বিসিবি রাত সাড়ে ৯টায় জরুরি সভায় বসছে এবং সভা শেষে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
বিসিবি সভাপতি বলেন, “এ মুহূর্তে আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তাতে আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমান–এর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে তাঁকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে আজ হঠাৎ করেই স্কোয়াড থেকে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কলকাতা নাইট রাইডার্স।
ভারতের বিভিন্ন অঞ্চলে মুস্তাফিজকে দলে রাখা নিয়ে কট্টরপন্থী কিছু সংগঠনের বিক্ষোভ চলছিল বলে জানা গেছে। সেই প্রেক্ষাপটে বিষয়টি গিয়ে দাঁড়ায় ক্রিকেট প্রশাসনের উচ্চপর্যায়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া–এর নির্দেশনার পরই কলকাতা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলছে।
মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, বিষয়টি নিয়ে বিসিবি রাত সাড়ে ৯টায় জরুরি সভায় বসছে এবং সভা শেষে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
বিসিবি সভাপতি বলেন, “এ মুহূর্তে আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তাতে আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে। মুস্তাফিজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল—এটুকুই নিশ্চিত তথ্য। এর বাইরে কোনো আনুষ্ঠানিক চিঠি বা বিবৃতি আমরা এখনও পাইনি। পাওয়ার পরই আমরা বিস্তারিত জানাতে পারব।”
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা ও অভ্যন্তরীণ পরামর্শের ভিত্তিতেই মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বদলি ক্রিকেটার নেওয়ার অনুমতিও তারা পেয়েছে।
মূলত নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে ভারত সরকার এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ক্রিকেটের বাইরের এই হস্তক্ষেপ বিষয়টিকে কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি; বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, মুস্তাফিজের আইপিএল অধ্যায় শুরুর আগেই থেমে যাওয়ার ঘটনায় এখন অপেক্ষা বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে।