আইপিএল নিলাম শুরু হচ্ছে বিকেলে

1 month ago 36

অপেক্ষার প্রহর শেষ হওয়ার পালা এবার। আজ রোববারই ভাগ্য বদলাবে অনেক ক্রিকেটারের। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আইপিএল ২০২৫ আসর উপলক্ষে দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠানের প্রথম দিন আজ। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের নিলাম।

বাংলাদেশ সময় বিকেল ৪টা শুরু হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ভারতীয় বেশকিছু টিভি চ্যানেল।

মেগা নিলাম কী?

সাধারণত তিন বছর পরপর মেগা নিলাম আয়োজন করা হয়। তবে এবার মেগা নিলাম হচ্ছে দুই বছর পর। কেননা সর্বশেষ মেগা নিলাম হয়েছিল ২০২২ সালে। ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড ঢেলে সাজানোর উদ্দেশ্যে মেগা নিলাম করা হয়। মেগা নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারে। বাকি সব ক্রিকেটার কিনতে হয় নিলাম থেকে।

সাধারণ নিলামের আগে যত খুশি ক্রিকেটার ধরে রাখা যায়। যে কারণে নতুন ক্রিকেটার নেওয়ার খুব চাপ থাকে না। অর্থ খরচও কম হয়। নতুন ক্রিকেটার খুব একটা আসেন না।

সর্বোচ্চ ও সর্বনিম্ন ক্রিকেটার

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার কিনতে পারবে। আর সর্বনিম্ন স্কোয়াড হতে হবে ১৮ জনের। অর্থাৎ ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫০ জন খেলোয়াড় নিতে পারবে। এর মধ্যে আগেই ৪৬ জনকে ধরে রেখেছে তারা। তাই নিলামে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার বিক্রি হবেন। যেহেতু স্কোয়াড ছোট-বড় হতে পারে, তাই সংখ্যাটিও এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোট কতজন ক্রিকেটার নিলামে উঠব্নে

প্রাথমিকভাবে মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। যাচাই-বাছাই করে ৫৭৫ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৯ জন বিদেশি (অ-ভারতীয়)। ৪৮ জন ভারতীয় ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে (ক্যাপড)। বাকি ৩১৮ জনের নেই (আনক্যাপড)। বাংলাদেশি আছেন ১২ জন।

কোন ফ্র্যাঞ্চাইজি কত খরচ করতে পারবে

একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। যেমন, চেন্নাই সুপার কিংস (সিএসকে) ৫ জন ক্রিকেটার ধরে রেখেছে। তাদের ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়ে গেছে ৬৫ কোটি ভারতীয় রুপি। এখন তারা আরও ব্যয় করতে পারবে ৫৫ কোটি রুপি। সর্বনিম্ন ১৮ জনের স্কোয়াড গঠন করতে এই অর্থ দিয়েই আরও ১৩ জন ক্রিকেট কিনতে হবে চেন্নাইকে।

মার্কি ক্রিকেটার

ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের নিয়ে মার্কি খেলোয়াড়দের তালিকা করা হয়েছে। নিলামে তাদেরকে সবার আগে তোলা হবে। এই মানের খেলোয়াড়দের দুটি সেটে ভাগ করা হয়েছে। প্রতি সেটে ৬ জন করে ক্রিকেটার আছেন।

প্রথম সেট:
জস বাটলার, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, কাগিসো রাবাদা, অর্শদ্বিপ সিং ও মিচেল স্টার্ক।

দ্বিতীয় সেট:
মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ডেভিড মিলার, লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল ও লিয়াম লিভিংস্টোন।

এমএইচ/জেআইএম

Read Entire Article