আইপিএল শিরোপা উদযাপন, পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর আশঙ্কা

2 months ago 27

আইপিএলে ১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিজয় ঘিরে উন্মাদনা রূপ নিয়েছে মর্মান্তিক ঘটনায়। বেঙ্গালুরুর স্টেডিয়ামের বাইরে উদ্‌যাপনের সময় পদদলিতের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত হয়েছেন আরও ৫০ জন। বুধবার (৪ জুন) এনডিটিভির এক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আরসিবি দলের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। হঠাৎ করে ভিড়ের চাপে সৃষ্টি হয় হুড়োহুড়ি।

ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ আহত ও অচেতন ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক মানুষই ভিড়ের চাপে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান।

কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, জনতার ভিড় সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল।

তিনি আরও বলেন, আমি অতিরিক্ত ভিড়ের জন্য দুঃখিত। আমরা পাঁচ হাজারের বেশি নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করেছিলাম। এটি ছিল তরুণ ও উদ্দীপ্ত জনতা। তাদের ওপর লাঠিচার্জ করাও সম্ভব নয়।

এই মর্মান্তিক ঘটনায় উদ্‌যাপনের আনন্দ মুহূর্তেই বিষাদের ছায়া ফেলেছে বেঙ্গালুরু শহরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমএসএম

Read Entire Article