আইপিএলের মেগা নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি

6 days ago 9

চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের মাটিতে হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। নানা পরিবর্তন এবং দীর্ঘ রিটেনশন প্রক্রিয়া শেষে এবার এক নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এই নিলাম। আগেই জানা গিয়েছিল, এবারের আসরে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আইপিএল কর্তৃপক্ষ নিলামের জন্য চূড়ান্ত করা ৫৭৪ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা গেছে আইপিএলে বাংলাদেশের নিয়মিত দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম। এছাড়া গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলা লিটন দাসও আছেন শর্টলিস্টে।

এবারের নিলামে বাংলাদেশের আরও ৯ জন ক্রিকেটার আছেন। তারা হলেন—রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

নিলামে ক্রিকেটারদের সংখ্যা ও কাঠামো

আইপিএল নিলামের ৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ভারতের রয়েছেন ৩৬৬ জন এবং বিদেশি ক্রিকেটার ২০৮ জন। এর মধ্যে সহযোগী দেশ থেকে অংশ নিচ্ছেন ৩ জন। ৩১৮ জন ভারতীয় ও ১২ জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি খেলোয়াড় দল পেতে পারেন।

বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে মোস্তাফিজুর রহমানের, যার মূল্য ২ কোটি রুপি। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এছাড়া ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

এবারের নিলামে সাকিব-মোস্তাফিজসহ অন্যদের ভাগ্য কী হয়, তা জানতে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন অধীর আগ্রহে।

Read Entire Article