আইফোন ১৬-এর ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

3 hours ago 6

আইফোন ১৬-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্দোনেশিয়া। এ বিষয়ে অ্যাপল ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। এখন আইফোনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশে বিক্রি হওয়া স্মার্টফোনের কমপক্ষে ৩৫ শতাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হওয়ার শর্ত পূরণ করতে না পারায় অক্টোবরে ইন্দোনেশিয়া আইফোন ১৬ নিষিদ্ধ করে।

ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী বলেছেন, অ্যাপল স্মার্টফোন এবং অন্যান্য পণ্যের জন্য উপাদান তৈরি করে এমন একটি কারখানায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে।

এই বিনিয়োগের পাশাপাশি অ্যাপল স্থানীয়দের তাদের পণ্যের গবেষণা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেবে।

তবে ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন তৈরি শুরু করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই।

অন্যদিকে অ্যাপল এবং ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article