আইফোন ১৭ কিনতে অ্যাপল স্টোরে ভিড় , ক্রেতাদের ধাক্কাধাক্কি-মারামারি

4 hours ago 3

বিশ্বব্যাপী অ্যাপল তাদের নতুন সিরিজ আইফোন ১৭ বিক্রি শুরু করেছে। বাজারে উম্মাদনা বাড়িয়েছে এ সিরিজের আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স। অ্যালুমিনিয়ামের বডি, সবচেয়ে বড় ব্যাটারি এবং নতুন ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটোর আকর্ষণে ক্রেতারা যেন আর ধৈর্য রাখতে পারছেন না। সেই প্রমাণ মিলল ভারতের একটি অ্যাপল স্টোরে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ক্রেতাদের ভিড়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুধু মুম্বাইয়ে নয়, উপড়ে পড়া ভিড় ছিল দিল্লি ও বেঙ্গালুরুতেও। সেখানেও নতুন আইফোনের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা গেছে।

মুম্বাইয়ের অ্যাপল স্টোরে মারামারির কয়েকটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, দোকানের সামনে ক্রেতাদের উপড়ে পড়া ভিড়। তারা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো। অনেকে হাঁসফাঁস করছেন। অস্থির হয়ে উঠেছেন তারা। হঠাৎ অসংখ্য মানুষ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারতে দেখা যায়। এ সময় লাল শার্ট পরা এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা টেনে বের করার চেষ্টা করলে তিনি এক প্রহরীকে আঘাতের চেষ্টা করেন।

একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে ক্রেতাদের মারামারি শুরু হয়ে যায়। এ সময় অন্য ক্রেতারা নিরাপত্তাকর্মীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। পরে ভিডিওতে সশস্ত্র নিরাপত্তাকর্মীকে হস্তক্ষেপ করতে দেখা যায়। 

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। কয়েকজন ক্রেতা জানান, ভোর ৫টা থেকে আমরা অপেক্ষা করছি। কিন্তু অনেকে মাঝ দিয়ে ঢুকে পড়েন। এ নিয়েই ঝামেলা হয়। পরে তা মারামারিতে গড়ায়। এ সময় পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকা এবং উপস্থিতদের দায় সাড়া আচরণে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। 

Read Entire Article