রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত আপনের পিস্তল হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাকে গ্রেপ্তার করতে হবে।
২০২২ সালের ১১ মার্চ ঘোষিত মহানগর ছাত্রলীগ কমিটিতে সভাপতি রকি কুমার ঘোষের ঘনিষ্ঠ ক্যাডার ছিলেন আপন। তিনি ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা যায়।
ছবিতে দেখা গেছে, কালো পাঞ্জাবি ও মাস্ক পরে রাস্তায় দাঁড়িয়ে হাতের পিস্তল পরীক্ষা করছেন তিনি। ছবিটি রাতের, আশপাশে কোনো মানুষ ছিল না।
স্থানীয়রা বলছেন, ছবিটি গত বছরের জুলাই অভ্যুত্থানের আগের মুহূর্তের। ২০২২ সালের ৫ আগস্ট সকালে রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অস্ত্রধারী ক্যাডাররা হামলা চালায়। সেদিন ব্যবহৃত অস্ত্রের মধ্যে এ আগ্নেয়াস্ত্রটিও ছিল বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় জুলাই আন্দোলনের পক্ষের দুজন নিহত হন এবং শতাধিক আহত হন।
এলাকাবাসীর দাবি, আপনের নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। তাদের কাছেও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মজুত আছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও এ বাহিনী এখনো সক্রিয়। সন্ধ্যার পর থেকেই মোটরসাইকেল শোভাযাত্রা করে তারা এলাকায় প্রভাব বিস্তার করে।
এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও আপন প্রকাশ্যেই ঘোরাফেরা করতেন। তবে ছবি ভাইরাল হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে ঢাকার বারিধারায় অবস্থান করছেন বলে স্থানীয়রা জানান।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।