আইফোনের ফিচার : বিপাকে চোর-পুলিশ!
অ্যাপল তাদের সর্বশেষ আইওএস আপডেটে নতুন একটি ফিচার যোগ করেছে। যা ফোনকে সব সময় সর্বোচ্চ নিরাপত্তা মোডে রাখে। ফলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু এই ফিচার চোর-পুলিশ দুই পক্ষকেই ফেলছে বিপাকে। গবেষণা সংস্থা ৪০৪ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, এই ফিচারে আইফোন নিজ থেকেই রিবুট হয়ে যাচ্ছে। এ কারণে ফোন থেকে তথ্য সংগ্রহ আগের চেয়েও কঠিন হয়ে পড়েছে। পুলিশ শুরুতে ভেবেছিল অ্যাপল হয়তো এমন কিছু করেছে, যার মাধ্যমে আইফোন কোনো অন্য ডিভাইসের সংকেত পেয়ে রিবুট হতে পারে। তবে সাইবার সিকিউরিটি গবেষক জিসকা জানান, নতুন ফিচারটি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত নয়। ইনঅ্যাক্টিভিটি রিবুট ফিচারটির কাজ হলো যদি আইফোনটি