আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬

2 weeks ago 14

আইভরি কোস্টে দুই মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

পরিবহন মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে মন্ত্রণালয় একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে।

আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক এবং যানবাহনের বেহাল দশা এবং ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হওয়া চালকদের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।

গত মাসে গাগনোয়া শহরের কাছে একই ধরনের ‍দুর্ঘটনায় ২০ জন নিহত হয়। এছাড়া গত সেপ্টেম্বরে উত্তরাঞ্চলে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ১৩ জন দগ্ধ হয়।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে দেড় হাজার মানুষের মৃত্যু হয়। সেখানে প্রায় ১৫ লাখ যানবাহন চলাচল করে।

গত কয়েক বছরে সরকার চালকদের লাইসেন্সের পয়েন্ট, পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরাসহ মারাত্মক দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা চালু করেছে।

টিটিএন

Read Entire Article