আইসিসির অভিযোগের পাল্টা জবাবে মেইলে যা লিখল পাকিস্তান

11 hours ago 3
চলমান এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মেইল করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড দারুণ দক্ষতার সঙ্গে সেই মেইলের জবাব দিয়েছে। আইসিসিকে দেওয়া মেইলে কী লিখেছে, পিসিবি সেটি সূত্রের বরাতে আংশিক প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।  পিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়ম মেনেই তাদের মিডিয়া ম্যানেজার ম্যাচ রেফারি এবং টিম অফিশিয়ালদের বৈঠকের ভিডিও করেছেন। পিসিবির পক্ষ থেকে মেইলে কী লেখা হয়েছে সেটা পিটিআইকে জানিয়েছে সূত্র। সূত্রের বরাতে জানা যায়, পাল্টা জবাবে পিসিবি তাদের মেইলে লেখে, ‘দলের মিডিয়া ম্যানেজার স্কোয়াডেরই অংশ। পিএমওএ এলাকায় যাওয়ার অনুমোদন তার আছে। সেখানে তার উপস্থিতি নিয়ম লঙ্ঘন নয়।’ পিসিবির দাবি, আইসিসির নিয়মের মধ্যেই রয়েছে মিডিয়া ম্যানেজার পিএমওএ অঞ্চলে ক্যামেরা বহন করতে পারবে। মেইলে তারা আরও লেখে, ‘মানসম্মত পরিচালনা পদ্ধতি (এসওপি) যদি না মানা হয়, ব্যাপারটি আকুতে (আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট) জানানো হয়েছে কি না, সে বিষয়ে (ম্যাচ) রেফারির কাছে আইসিরি খোঁজ নেওয়া উচিত।’ এর আগে, বুধবার পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসন। সেই বৈঠকের ভিডিও তোলেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাইম গিলানি। সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে আইসিসির রোষানলে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ ঘটনায় পাক ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠায় আইসিসির সিইও সংযোগ গুপ্ত। আইসিসির সিইও সংযোগ গুপ্ত সেই চিঠিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের নিয়ম ভেঙেছে। বৈঠকের সময় পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে সেখানে নিয়ে যায়। তিনি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান তাকে আটকান। এই ঘটনার পর আবার ‘নাটক’ করে পাকিস্তান। মিডিয়া ম্যানেজারকে বৈঠকে না ঢুকতে দিলে তারা মাঠে নামবে না বলে হুমকি দেয়। ফলে তাকে ঢুকতে দেওয়া হয়। সেখানে গিয়ে ভিডিও করেন তিনি। ভিডিও করে বড় অপরাধ করেছেন তিনি।’
Read Entire Article