সাইফ-হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথে বাংলাদেশ

5 hours ago 7
এশিয়া কাপে সুপার ফোরের লড়াই। ফাইনালের পথে এগিয়ে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই-ই চাই। ঠিক এই ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন সাইফ হাসান। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিম ফিরলেও চাপ সামলে দলকে চালকের আসনে তুলে এনেছেন এ ডানহাতি ব্যাটার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ব্যাটে শুরুটা ছিল দারুণ। তবে বাংলাদেশি বোলাররা দ্রুতই ম্যাচে ফেরে। তাসকিন, মাহেদী আর মোস্তাফিজের আঘাতে একপর্যায়ে ৯৭ রানে চার উইকেট হারায় লঙ্কানরা। কিন্তু এরপরই ঝড় তোলেন দাসুন শানাকা। মাত্র ৩৭ বলে তিন চার আর ছয়টি ছক্কায় খেলেন ৬৪ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে তার ব্যাটিং তাণ্ডবেই ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম (০)। তবে চাপ সামলে ওয়ান ডাউনে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাইফ হাসান। অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে ৩৪ বলে গড়েন ৫৯ রানের ঝড়ো জুটি। লিটন ফিরেছেন ১৬ বলে ২৩ রানে, কিন্তু সাইফ থামেননি। দুই চার ও চার ছক্কার সাহায্যে ৬১ রানে ফিরেন তিনি। তার ব্যাটিং দাপটেই রান তাড়ায় এগিয়ে বাংলাদেশ, তবে হাসারাঙ্গার বলে তার আউটের পর বাকি ব্যাটাররা কিভাবে সামাল দেয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের জয়। এই ম্যাচে জিততেই হবে টাইগারদের। কারণ ফাইনালে উঠতে হলে সুপার ফোরের তিন ম্যাচের অন্তত দুটি জেতা বাধ্যতামূলক। শ্রীলঙ্কার পর আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে যথাক্রমে ভারত ও পাকিস্তানের।
Read Entire Article