আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

আইসিসির বোর্ড সভায় আজ বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে ভোটাভুটির মাধ্যমে। সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মোটে ২টি ভোট। হেরেছে ১২-২ ব্যবধানে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট। এর ফলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না সে ব্যাপারে বাংলাদেশের হাতে সময় আছে মাত্র ২৪ ঘণ্টা।  অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দুবাই সময় বিকেল ৫টার মধ্যেই বিসিবিকে জানিয়ে দিতে হবে তারা ভারতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে কি না। এই ইস্যুতে শুরু থেকেই সরকারের নির্দেশনা মেনে এগিয়েছে বিসিবি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বসার কথা বিসিবির নীতি-নির্ধারকদের। সেই সভায় সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই তারা জানিয়ে দেব আইসিসিকে।  যদিওবা ক্রীড়া উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, তারা কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠাবেন না। সেই অবস্থান থেকে বাংলাদেশ সরকার সরে আসবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।  ভারতের উগ্রপন্থিদের হুমকির মুখে চলতি মাসের ৩ জানুয়ারি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর ৪ জানুয়ারি বাংলাদেশের দিক

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

আইসিসির বোর্ড সভায় আজ বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে ভোটাভুটির মাধ্যমে। সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মোটে ২টি ভোট। হেরেছে ১২-২ ব্যবধানে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট। এর ফলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না সে ব্যাপারে বাংলাদেশের হাতে সময় আছে মাত্র ২৪ ঘণ্টা। 

অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দুবাই সময় বিকেল ৫টার মধ্যেই বিসিবিকে জানিয়ে দিতে হবে তারা ভারতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে কি না। এই ইস্যুতে শুরু থেকেই সরকারের নির্দেশনা মেনে এগিয়েছে বিসিবি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বসার কথা বিসিবির নীতি-নির্ধারকদের। সেই সভায় সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই তারা জানিয়ে দেব আইসিসিকে। 

যদিওবা ক্রীড়া উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, তারা কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠাবেন না। সেই অবস্থান থেকে বাংলাদেশ সরকার সরে আসবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা। 

ভারতের উগ্রপন্থিদের হুমকির মুখে চলতি মাসের ৩ জানুয়ারি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর ৪ জানুয়ারি বাংলাদেশের দিক থেকে ভারতে না যাওয়ার কথা জানানোর পর দুই সপ্তাহ ধরে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা চিঠিপত্র ও বৈঠক হয়েছে।  আজ ছিল তারই চূড়ান্ত সভা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow