অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত কতজন আওয়ামী দোসরকে গ্রেপ্তার করেছে, তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে লায়ন ফারুক রহমান বলেন, আপনি ছয় মাস পরে আয়নাঘরে গেলেন। যারা প্রায় ১২টি বছর আয়নাঘরে অন্ধকারে নির্যাতন সহ্য করেছে, তাদের নিয়ে আগেই সেখানে যাওয়া উচিত ছিল। প্রশাসনের ভিতরে যারা এই কাজটি করেছে, তাদেরকে গ্রেপ্তার করুন। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি জনগণ আর দেখতে চায় না। আপনারা এ পর্যন্ত কতজন আওয়ামী দোসরদের গ্রেপ্তার করেছেন, তা প্রকাশ করুন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করা চলবে না। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে অপেক্ষা করছে।
নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশিদ, গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি শামীম কায়সার লিংকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা সোয়েব আহমেদ প্রমুখ।