আওয়ামী লীগের সময় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

4 weeks ago 17

আওয়ামী লীগের আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করে। কমিটির প্রধান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করেন।

কমিটির সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের আমলে বঞ্চিত দাবি করে এক হাজার ৫৪০ জন আবেদন করেন। এরমধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছে কমিটি।

জমা পড়া আবেদনের মধ্যে ১৩টি আবেদন কমিটির এখতিয়ার বহির্ভূত হওয়ায় বিবেচনায় নেওয়া হয়নি বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে বলে কমিটির সুপারিশে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতির জন্য সুপারিশ প্রাপ্তদের মধ্যে কমিটি ৯ জন কর্মকর্তাকে ৪ ধাপ, ৩৪ জন কর্মকর্তাকে ৩ ধাপ, ১২৬ জন কর্মকর্তাকে ২ ধাপ এবং ৫৯৫ জন কর্মকর্তাকে ১ ধাপ পদোন্নতির সুপারিশ করেছে। ৭৬৩ জন কর্মকর্তাকে কমিটি পদোন্নতির সুপারিশ করেনি। তাদেরকে কেনো পদোন্নতির সুপারিশ করা হয়নি সেই কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়।

বঞ্চিত কর্মকর্তাদের জনপ্রশাসন সচিবের কাছে আবেদন দেওয়ার একটি ছক নির্ধারণ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই ছক অনুযায়ী, বঞ্চিত কর্মকর্তাদের নাম, আইডি, চাকরিতে যোগ দেওয়ার তারিখ, অবসরকালীন পদবির সঙ্গে উপসচিব ও যুগ্মসচিব পদে পদোন্নতির তারিখ এবং এসব পদে কনিষ্ঠ কর্মকর্তা যে তারিখে পদোন্নতি পেয়েছেন তার নাম ও আইডি নম্বর দিতে বলা হয়।

আবেদনকারী কত তারিখে যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতির যোগ্যতা অর্জন করছেন, সেই তারিখের সঙ্গে অবসরোত্তর ছুটিতে যাওয়ার তারিখ এবং বঞ্চনার কারণ জানাতে বলা হয়।

আরএমএম/এসআইটি/জিকেএস

Read Entire Article