‘আওয়ামী লীগ বিভিন্ন রূপ ধারণ করে আসতে চাচ্ছে, সতর্ক থাকতে হবে’

2 weeks ago 8

আওয়ামী লীগ লুটপাট করে দেশের সব কিছু ফাঁকা করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। রোববার (২২ডিসেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী হাইস্কুল ফুটবল মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মোবারক হোসাইন বলেন, দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিল। এই সরকারকে ফেলে দেওয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে। কোনো সময় আনসারলীগ, রিকশালীগ, গার্মেন্টস শ্রমিকলীগ, ইসকনলীগ সেজে মাঠে নামছে তারা।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বলবো আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন। এরা যেন আর মাথাচাড়া দিতে না পারে।

নির্বাচন প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন। এই নির্বাচনের আয়োজন করতে পারবেন নবগঠিত নির্বাচন কমিশন। এই আশা আমাদের আছে।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিষয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশের মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। কারণ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না সে ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে। ব্যাংকে কোনো টাকা নাই। দেশের মানুষ কষ্টে রয়েছে। জিনিসের দাম ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে আওয়ামী লীগ।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির মো. রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল।

আসিফ ইকবাল/জেডেএইচ/জিকেএস

Read Entire Article