লন্ডনে ফুরফুরে খালেদা নিচ্ছেন জুবাইদার রান্না চিকেন স্যুপের স্বাদ

3 hours ago 7

যুক্তরাজ্যে ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পারিবারিক সান্নিধ্য পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। নিচ্ছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা চিকেন স্যুপ ও ডালের স্বাদ।

বাংলাদেশ সময় শনিবার (১১ জানুয়ারি) রাতে জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন বেগম খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন।

এদিকে, লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট চাঙা।

আরও পড়ুন

তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে। এরই মধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কাছে হাসপাতালে যাচ্ছেন।

আরও পড়ুন

ভিডিওতে দেখা যাচ্ছে, তারেক রহমান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান হেঁটে যাচ্ছেন এবং এলোমেলো একটা পরিবেশে সেখানে কয়েকজন সাংবাদিক বাংলাদেশের জনগণের উদ্দেশে কিছু বলার জন্য এবং ট্রাম্পের পক্ষ থেকে তারেক রহমানের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের অনুষ্ঠানে আমন্ত্রণের বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। তবে তারেক রহমান তখন সড়ক নিরাপত্তার বিষয়টির ওপর গুরুত্ব দেন। প্রথমেই উপস্থিত সবাইকে সালাম দেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে বলেন, ‘ভাই, পড়ে যাবেন, আমরাও পড়ে যাবো। রাস্তা দিয়ে মানুষ যেতে দেন।’

কেএইচ/এমকেআর

Read Entire Article