আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, ফ্যাসিস্ট সরকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করে তারা ক্ষমতা দখলের পাঁয়তারা করেছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া, এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই-আগস্টের অভ্যুত্থানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হয়েছে। খুনি হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে। আমরা মানবাধিকার সমুন্নত একটি বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের আগামীর বাংলাদেশ দেখতে চাই।
- আরও পড়ুন
‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক, সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাবুদ্দিন ইমন, আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, মাজেদুল ইসলাম মাজেদ, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, হাবিবুর রহমান আকাশ, মোশারেফ হোসেন ধ্রুব, মো. মিল্লাদ হোসেন, রাকিবুল হাসান রাকিব, আব্দুর রহিম রাজ, আবু সাঈদ রাকিব, জিয়াউর রহমান খন্দকার জিয়া, সোয়াইব আহমেদ সজীব, মিলন হোসেন, তানভীর আহমদ মাদবর, রাহাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুহিন, মোজাম্মেল হোসেন রিয়াদ, প্রচার সম্পাদক ইমরান হোসেন রাজ।
মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এনএস/এমআরএম