আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা বলছেন এনসিপি নেতারা

4 months ago 29

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা। শনিবার (১০ মে) রাত ১১টার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছেন, বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। সারাদেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি লেখেন, নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ষড়যন্ত্র শেষ হয়নি। অনেকেই এ সিদ্ধান্তে অখুশি, রাস্তা ছাড়া যাবে না। ইনকিলাব জিন্দাবাদ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে আন্দোলনরত ছাত্র জনতা উল্লাস প্রকাশ করলেও এখনও সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

এনএস/এমআইএইচএস

Read Entire Article