আওয়ামী লীগের ফেরা না ফেরা চূড়ান্ত হয়েছে ৫ আগস্ট: হাসনাত আবদুল্লাহ

1 month ago 16

আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না, তা ৫ আগস্ট চূড়ান্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না, তা চূড়ান্ত হয়ে গেছে গত ৫ আগস্ট। আওয়ামী লীগ যদি কখনো ফিরতো তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হতো না। পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই, কোনো ফ্যাসিবাদের পতন হয়ে সেটা আবার ফিরে এসেছে। বরং ফ্যাসিবাদ থেকে যারা উৎখাত হয়েছে তারা ইতিহাসে ক্রমশ নিগৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই এই ফ্যাসিবাদ যেন অন্য কোনো ফর্মে পুনর্বাসিত না হতে পারে। ফ্যাসিবাদ বিভিন্ন ফর্মে আসতে পারে। ফ্যাসিবাদ আপনার স্কুলেও থাকতে পারে, সমাজ কাঠামোতেও থাকতে পারে, অর্থনৈতিক কাঠামোতেও থাকতে পারে। ফ্যাসিবাদের পুনরুত্থান যেন আর কোথাও না হতে পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ

Read Entire Article