আওয়ামী লীগের মতো অপকর্ম করবো না, বাংলাদেশ গড়তে চাই

2 weeks ago 14

সদ্য কারামুক্তি লাভ করা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আমরা তা করবো না। আমরা বাংলাদেশকে গড়তে চাই। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে কারামুক্তি লাভ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান পিন্টু।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৭ বছর পর আব্দুস সালাম পিন্টু গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

নিজের কারা মুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের জনগণ বিশেষ করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান পিন্টু। এসময় পিন্টু অভিযোগ করেন, তার মায়ের মৃত্যুতে অনুমতি থাকা সত্ত্বেও জানাজায় যেতে দেওয়া হয়নি তাকে। অমানবিক নির্যাতনের কারণে তিনি জ্ঞান হারিয়েছিলেন।

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যেন অপকর্ম করতে না পারে সে বিষয়েও সতর্ক করেন সদ্য কারামুক্তি লাভ করা এই নেতা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আব্দুস সালাম পিন্টু জেল ভেঙে বের হয়ে আসেননি। আমরা ও তাকে জেল ভেঙে বের করে আনিনি। আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে।

তিনি বলেন, পিন্টু জেলে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন, তাকে দেখতে পারেনি। তার মেয়ের বিয়ে হয়েছে তাও দেখতে পারেননি তিনি। আজ যদি পিন্টু আগের সরকারকে বলে আমাকে সেই ১৭ বছর ফিরিয়ে দাও। তারা কি দিতে পারবে তার সেই বছরগুলো।

এসময় অন্যদের মধ্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সর্বপ্রথম সম্পাদক শামিমুর রহমান শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআইএইচএস/এমএস

Read Entire Article