আকিজ বশির গ্রুপের জনতা জুটমিলে ভাঙচুর-টাকা লুট

1 month ago 15

নরসিংদীর পলাশের ঘোড়াশালে আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলে ব্যাপক ভাঙচুর ও অর্ধকোটি টাকা লুটের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে মিলের তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

নরসিংদী/ আকিজ বশির গ্রুপের জনতা জুটমিলে ভাঙচুর-টাকা লুট

কারখানা ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন মিল শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা ও মিল কর্তৃপক্ষ আলোচনা বসেন। দাবি মেনে নিতে ১৫ দিন সময় চায় মালিকপক্ষ। আলোচনার শেষ পর্যায়ে বেশিরভাগ শ্রমিক বিষয়টি মেনে নিলেও কিছু শ্রমিক মানেননি। এসময় মিলের ভেতরে প্রশাসনিক ভবনসহ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুর করেন কিছু শ্রমিক ও দুর্বৃত্তরা।

আকিজ বশির গ্রুপের মিলটির ক্যাশিয়ার দেলোয়ার হোসেন জানান, ক্যাশের ভল্ট থেকে ৪৫-৫০ লাখ টাকা লুট করা হয়েছে।

নরসিংদী/ আকিজ বশির গ্রুপের জনতা জুটমিলে ভাঙচুর-টাকা লুট

হামলা, ভাঙচুর ও লুটপাট ঘটনার সত্যতা নিশ্চিত করে মিলের জিএম মতিউর রহমান বলেন, মিল আপাতত বন্ধ রয়েছে। হামলায় তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

মিল পরিদর্শন শেষে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, মালিকপক্ষের প্রস্তাব বেশিরভাগ শ্রমিক মেনে নিলেও কিছু দুষ্কৃতকারী উত্তেজিত হয়ে মিলের ভেতরে ভাঙচুর চালায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

Read Entire Article