আখাউড়া পৌরসভার পরিত্যক্ত ভবনে নারীকে ধর্ষণের পর হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পুরাতন ভবন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পরিত্যক্ত একটি কক্ষ থেকে আখাউড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা কেউ ওই নারীকে ধর্ষণের পর তাঁর পরনের শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, উদ্ধারকৃত নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, "কেউ তাকে ধর্ষণের পর খুন করে পালিয়েছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদনের পর তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, তা স্পষ্ট জানা যাবে।" ভুক্তভোগী নারী কিশোরগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘকাল ধরে আখাউড়া পৌর শহরের কানাপট্টি এলাকায় বসবাস করছিলেন।আখাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পৌর ভবনের ভেতরে কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা নিয়ে পুলিশ তদন্ত করছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পুরাতন ভবন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পরিত্যক্ত একটি কক্ষ থেকে আখাউড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা কেউ ওই নারীকে ধর্ষণের পর তাঁর পরনের শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, উদ্ধারকৃত নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, "কেউ তাকে ধর্ষণের পর খুন করে পালিয়েছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদনের পর তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, তা স্পষ্ট জানা যাবে।"
ভুক্তভোগী নারী কিশোরগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘকাল ধরে আখাউড়া পৌর শহরের কানাপট্টি এলাকায় বসবাস করছিলেন।
আখাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পৌর ভবনের ভেতরে কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা নিয়ে পুলিশ তদন্ত করছে।
What's Your Reaction?