আখাউড়ায় ১৫টি টিকিটসহ দুই কালোবাজারি গ্রেপ্তার

3 months ago 84

কালবেলায় সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

এর আগে, সোমবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর মুক্তমঞ্চের পাশ থেকে তাদের আটক করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হিরন মিয়া (৪৩) ও পৌরশহরের বড় বাজার এলাকার মৃত সাদু মিয়ার ছেলে মজিবর মিয়া (৪৫)। 

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে ‘আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট যেন ওপেন সিক্রেট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। 

ওই সংবাদ প্রকাশের পর টিকিট কালোবাজারিরা দু-চার দিন বন্ধ রাখলেও আবারও হাঁকডাক দিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি শুরু করেন। সোমবার সন্ধ্যায় আখাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৭-৮ জন কালোবাজারি দৌড়ে চলে যান।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন কালবেলাকে বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের জন্য অনলাইন থেকে আগাম টিকিট সংগ্রহ করে যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করেন। গ্রেপ্তার দুজনসহ ৭/৮ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আখাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Read Entire Article