আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, রংপুরে তীব্র প্রতিবাদ
ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানোর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্র-জনতা।
সোমবার (০২ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ আবরার ও শহীদ আবু সাঈদের ভূখণ্ডে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় ষড়যন্ত্র এদেশের ছাত্র-জনতা যে কোনো মূল্যে রুখে দেবে। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে যেভাবে হামলা করা হয়েছে তাতে এটি স্পষ্ট যে, তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
তারা আরও বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তার দেশবিরোধী তৎপরতায় ভারত জড়িত। সম্প্রতি রাষ্ট্রদ্রোহী মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর ইসকন অনুসারীরা যেভাবে একজনকে খুন করেছে, দেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়েছে তাতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভারতের সঙ্গে অসম চুক্তি ও ট্রানজিট নিয়ে নতুন করে ভাবতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্যসচিব রহমত আলী, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন প্রমুখ।