আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা জানাল বিআরটিএ
চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৮ জন। এ সময়ে আহত হয়েছেন ৪৭৮ জন।
সোমবার (১৬ সেপ্টম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ‘রুটিন দায়িত্ব’ নাজনীন হোসেনের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪০৫টি সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরকার বা জিপ দুর্ঘটনায় ১৭ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪০ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ২৯ জন, পিকআপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১০ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৫ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৮ জন, ভ্যান দুর্ঘটনায় ১৬ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ২ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৯ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৬ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১০০ জন।
এতে আরও বলা হয়, বিভাগভিত্তিক নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৪৭ জন ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ২৫ জন।
বিআরটিএ জানায়, বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান সংগ্রহ করা করা হয়েছে।