কালের বিবর্তনে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী রেশম বীজাগার আগাছায় ছেয়ে গেছে। অথচ আগে বছর জুড়ে তুঁতগাছের পাতা কাটা, পলুপোকা পালন, গুটি তৈরি আর সেগুলো থেকে সিল্কের সুতা তৈরির ধুম লেগে থাকত। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় বীজাগারের বিশাল জায়গা জুড়ে এখন ঘন জঙ্গল, পরিত্যক্ত ভবন আর পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এখানে ১৭টি অনুমোদিত পদের মধ্যে শুধু এক জন ম্যানেজার দায়িত্বরত আছেন। বাকি পদগুলো ফাঁকা। শতাধিক শ্রমিকের... বিস্তারিত