আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ১১টায় নীলফামারির সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল সেন্টারে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানিয়ে সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং ইএমই কোরের অধিনায়কদের কোর তথা সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান।
এর আগে সম্মেলনে যোগদানের উদ্দেশে সেনাপ্রধান ইএমই সেন্টারে পৌঁছলে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ইএমই কোরের নবনিযুক্ত কমান্ড্যান্ট মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান তাকে স্বাগত জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।