আগামী নির্বাচনে শুধু প্রকৃত মিডিয়া দায়িত্ব পালনের সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বুধবার (৯ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা অতীতে দেখেছি যে, মিডিয়ার নামে দলীয় কর্মীদের নির্বাচন কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই দায়িত্ব পালনের সুযোগ পান সেজন্য আগে থেকেই মিডিয়ার জন্য আচরণবিধি তৈরি হবে। আচরণবিধি দেখে নিজেও জানতে পারে তার কর্ম পরিধি এবং যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারাও বুঝতে পারবেন মিডিয়ার এক্সেস কতটুকু।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ (বুধবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিডিয়ার আচরণবিধি প্রণয়নের ব্যাপারে আলাপ হয়।
এমইউ/এএমএ/এএসএম