আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান 

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গঠনের সুযোগ দিন।  রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাগঝাপা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী নির্বাচন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র চক্রান্ত কাশিয়ানী-মুকসুদপুরবাসীকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। আমাদের মা-বোনকে রক্ষা করতে হবে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে, সে জন্য আমি বলব গোপালগঞ্জ-১ আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) ভালো থাকতে হলে, এবারের একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫ বছর এলাকার মানুষ কেমন থাকরে সেটা নির্ধারিত হবে। তিনি আরও বলেন, বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তাই ব্যাপক হারে দেশের

আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান 
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গঠনের সুযোগ দিন।  রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাগঝাপা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী নির্বাচন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র চক্রান্ত কাশিয়ানী-মুকসুদপুরবাসীকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। আমাদের মা-বোনকে রক্ষা করতে হবে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে, সে জন্য আমি বলব গোপালগঞ্জ-১ আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) ভালো থাকতে হলে, এবারের একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫ বছর এলাকার মানুষ কেমন থাকরে সেটা নির্ধারিত হবে। তিনি আরও বলেন, বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তাই ব্যাপক হারে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। পরস্পর প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে বিএনপিকে ভোট দিন সামনে সম্ভাবনার দুয়ার খুলে যাবে। তাই আসুন আমরা আমাদের দেশকে ভালোবেসে ধানের শীষে ভোট দিয়ে আমাদের গর্বের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। দোয়া মাহফিলে সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন (নান্টু মুন্সী), কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ওমর হোসেন, ইউপি সদস্য টলিটি ঠাকুর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, গোপালগঞ্জ জেলা ওলামা দলের সহসভাপতি সফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়া একই দিনে সন্ধ্যায় কাশিয়ানী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও বিকালে উপজেলার রাতইল ইউনিয়নবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জুর সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ ও ফাতেহা শরিফ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow