আগুন থেকে বাঁচতে দুই সন্তানকে নিয়ে ৯ তলা থেকে লাফ দিলেন বাবা

3 months ago 9

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে গিয়ে ৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক বাবা ও তার দুই শিশু সন্তানের করুণ মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১০ মে) সকালে শহরের দরগা সেক্টর-১৩ এলাকায় অবস্থিত ‘শপথ সোসাইটি’র একটি আবাসিক ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভবনের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে বারান্দায় এসে দাঁড়ান। আগুনের ধোঁয়ায় নিচে নামার পথ বন্ধ হয়ে গেলে কেউ কেউ আটকে পড়েন নিজ নিজ ফ্ল্যাটে।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক বাবা তার ১০ বছর বয়সী ছেলে ও মেয়ে সন্তানকে নিয়ে বারান্দায় আশ্রয় নেন। পরে দুই শিশু আগুন থেকে বাঁচতে ৯ তলা থেকে নিচে লাফ দেয়।

তাদের তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। সন্তানদের লাফ দেওয়ার কিছু সময় পর তাদের বাবাও একইভাবে লাফ দেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনিও বাঁচেননি।

তবে ওই বাবার স্ত্রী এবং আরেক ছেলে সদস্য ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের নিচের তলায় অবস্থানকারীরা আগুন লাগার পরপরই দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হন। তবে উপরের তলায় যারা ছিলেন, তাদের অনেকে দীর্ঘ সময় আটকে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে ভবনের অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের মৃত্যু বিশেষভাবে হৃদয়বিদারক হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে- আগুন কীভাবে লেগেছিল এবং ভবনে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ

Read Entire Article