আগুন নিয়ন্ত্রণে, দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু হবে: উপদেষ্টা বশীর

12 hours ago 6

যত দ্রুত সম্ভব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বশীর উদ্দিন সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের আগুন এখন আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করবো। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজ রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো।

এমএমএ/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article