আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

চার দিনের সফরে আজ (২০ নভেম্বর) ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা জোরদারের অংশ হিসেবে এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কমনওয়েলথের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০-২৪ নভেম্বর বাংলাদেশের সফরকালে মহাসচিব বচওয়ে রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচন কমিশন, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করবেন। আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ অন্যান্য প্রতিনিধি। সফরের মূল লক্ষ্য হবে— শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন, এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি— এই তিন ক্ষেত্রে কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও ঘনিষ্ঠ করা যায়, তা খুঁজে দেখা। এ ছাড়া তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান) উপস্থাপন করবেন, যার অন্যতম ভিত্তি হলো গণতন্ত্র। মহাসচিব বচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ কমনওয়েলথে যোগ দেয় এবং সংগ

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

চার দিনের সফরে আজ (২০ নভেম্বর) ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা জোরদারের অংশ হিসেবে এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কমনওয়েলথের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০-২৪ নভেম্বর বাংলাদেশের সফরকালে মহাসচিব বচওয়ে রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচন কমিশন, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করবেন। আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ অন্যান্য প্রতিনিধি।

সফরের মূল লক্ষ্য হবে— শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন, এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি— এই তিন ক্ষেত্রে কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও ঘনিষ্ঠ করা যায়, তা খুঁজে দেখা। এ ছাড়া তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান) উপস্থাপন করবেন, যার অন্যতম ভিত্তি হলো গণতন্ত্র।

মহাসচিব বচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ কমনওয়েলথে যোগ দেয় এবং সংগঠনের জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরাসরি বোঝার জন্য তিনি বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে কথা বলবেন এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সবচেয়ে কার্যকর সহায়তার ক্ষেত্র নির্ধারণ করবেন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও কমনওয়েলথের দীর্ঘদিনের অংশীদারত্ব আগামী নির্বাচনের আগে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে কমনওয়েলথ প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সংস্থাটি বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow