আজ বছরের শেষ সূর্যগ্রহণ

1 hour ago 3

আজ বছরের শেষ সূর্যগ্রহণ। এটি হবে আংশিক সূর্যগ্রহণ। অনেকেই ভাবছেন সূর্যগ্রহণ আংশিক কীভাবে হবে? আসলে পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায়। আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপচ্ছায়ার প্রাধান্য বেশি থাকে। একে খণ্ডগ্ৰাস সূর্যগ্ৰহণ নামে অভিহিত করা হয়।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

তবে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। বিশ্বের অল্প কিছু দেশ এবং স্থান থেকে দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ। নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে যারা আছেন তারা উপভোগ করতে পারবেন এই আংশিক সূর্যগ্রহণ।

কেন্দ্রীয় গতিপথের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে।

আরও পড়ুন
যেসব দেশে পরিচ্ছন্নতার জন্য আছে আইন, না মানলে জেল-জরিমানা
আবার কবে দেখবেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

কেএসকে/এএসএম

Read Entire Article