হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের
এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—
মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?
মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু!’
****
খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি
হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।
এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।
ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।
লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’
ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
****
ছাত্রের যখন নারীর দোষ!
এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ-নারীর দোষ, বড্ড মেয়ে ঘেঁষা আপনার ছেলে। আমি সংশোধনের চেষ্টা করছি।
ছেলেটির বাবা বাড়ি ছিলেন না।
মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।
কেএসকে/জিকেএস