আজকের তরুণরাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি

2 weeks ago 20

বিগত ১৫ বছরের অপশাসন ও দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে তরুণ-যুবকরাই বুক পেতে রক্ত দিয়েছে। তরুণ-যুবকদের একটি সফল গণঅভ্যুত্থান মাধ্যমে দেশ অপরাজনীতি দুঃশাসনমুক্ত হয়েছে। আজকের তরুণরাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

৯ ডিসেম্বর শনিবার দুপুরে পটিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভুঞা জনী। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ। উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এমডিআইএইচ/এমএইচ্আর

Read Entire Article