ইরানের সীমান্ত রক্ষীরা গত জুনের ১২ দিনের যুদ্ধে আজারবাইজান হয়ে ইরানে প্রবেশ করা ইসরায়েলি ড্রোন শনাক্ত করেছে বলে দাবি করেছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া সাক্ষাৎকারে আজিজি জানান, এ বিষয়ে তেহরান সরকার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে যোগাযোগ করেছে। আলিয়েভ প্রমাণ দেখতে চাইলেও আজিজির দাবি, প্রমাণ দিই বা না দিই, এ ঘটনা অস্বীকার করার উপায় নেই।
গত জুনের সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরানও ইসরায়েলি শহর ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা ১২ দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ কার্যকর হয়।
এর আগে ইরানের আইআরজিসি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশে আট জনকে গ্রেপ্তার করার কথা জানায়। গ্রেপ্তাররা মোসাদের (ইসরায়েলের গোয়েন্দা সংস্থা) সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়েছে।