বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া মানিকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
আটকরা হলেন- উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের হাকিম হাওলাদারের ছেলে কামরুজ্জামান চুন্নু (৪৫), আজিজ সিকদারের ছেলে কাইউম সিকদার (৪৩) ও রফিকুল ইসলাম মাতাব্বরের ছেলে জাহিদ মাতাব্বর (৫০)। তারা প্রত্যেকেই বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য।
তন্ময় হালদার বলেন, ঘটনাস্থলে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২ মাসের কারাদণ্ড ও একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অন্যথায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।