আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

5 hours ago 5

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৮৪১ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুদণ্ডের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

জাতিসংঘ বলছে, তেহরান শাস্তির এই পদ্ধতিকে ব্যবহার করছে সমাজকে ভয় দেখানো ও দমন করার হাতিয়ার হিসেবে, যা সংখ্যালঘু ও অভিবাসীদের ওপর বেশি প্রভাব ফেলছে।

প্রতিবেদনে জানানো হয়, শুধু জুলাই মাসেই ১১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা গত বছরের একই সময়ের দ্বিগুণ। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত সাতটি প্রকাশ্য ফাঁসি কার্যকর করা হয়েছে। সর্বশেষ কার্যকর করা হয় ১৯ আগস্ট ফারস প্রদেশে।

জাতিসংঘের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, প্রকাশ্য মৃত্যুদণ্ড মানব মর্যাদার চরম অবমাননা এবং বিশেষ করে শিশুদের ওপর ভয়াবহ মানসিক প্রভাব ফেলে।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে আরও ১১ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে আছেন, যাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে ইরানি মুজাহিদিন-ই-খালক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এবং পাঁচজনের বিরুদ্ধে ২০২২ সালের উইমেন, লাইফ, ফ্রিডম আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

আবারও ইরানকে সব মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, মৃত্যুদণ্ড জীবনের অধিকারের পরিপন্থি এবং ভুল রায় কার্যকরের বড় ঝুঁকি তৈরি করে। সূত্র : শাফাক নিউজ

Read Entire Article