আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

2 weeks ago 8

জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে শেষে আটকদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন বিএসএফ।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার সীমান্ত পিলার-২৮১/৫৪ এস এর কাছাকাছি কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতের বালুপাড়া সীমান্তের মেন পিলার থেকে ৮০০ গজ অভ্যন্তর থেকে ওই ৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, আটকদের গ্রহণের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।

Read Entire Article