আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফরিদপুরের সদরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ঘরের ভেতরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাবুরচর এলাকার খালাসী ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, খালাসী ডাঙ্গী এলাকায় রিপন শেখ স্ত্রী, সন্তানদের নিয়ে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে ১ বছর তিন মাসের শিশু রাবেয়া ও সাড়ে তিন বছরের রাফসান আধাপাকা বসতঘরের ভেতর প্রবেশ করে দরজা আটকে দেয়। পরবর্তীতে শিশু দুটি ঘরের লক খুলতে না পেরে কান্নাকাটি শুরু করে। দীর্ঘসময় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কোনো উপায়ান্তর না দেখে জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করা হয়।  শিশুদের বাবা রিপন শেখ বলে, স্টিলের তৈরি দরজা হওয়ায় ভাঙা সম্ভব হয়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে আমার সন্তানদের উদ্ধার করে।  সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, জরুরি সেবায় কল আসার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। শিশুদের কোনো ক্ষতি হয়নি।

আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফরিদপুরের সদরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ঘরের ভেতরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাবুরচর এলাকার খালাসী ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, খালাসী ডাঙ্গী এলাকায় রিপন শেখ স্ত্রী, সন্তানদের নিয়ে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে ১ বছর তিন মাসের শিশু রাবেয়া ও সাড়ে তিন বছরের রাফসান আধাপাকা বসতঘরের ভেতর প্রবেশ করে দরজা আটকে দেয়।

পরবর্তীতে শিশু দুটি ঘরের লক খুলতে না পেরে কান্নাকাটি শুরু করে। দীর্ঘসময় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কোনো উপায়ান্তর না দেখে জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করা হয়। 

শিশুদের বাবা রিপন শেখ বলে, স্টিলের তৈরি দরজা হওয়ায় ভাঙা সম্ভব হয়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে আমার সন্তানদের উদ্ধার করে। 

সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, জরুরি সেবায় কল আসার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। শিশুদের কোনো ক্ষতি হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow