অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ কার্যক্রমে হতবাক আটাব সদস্যরা। তাদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে যেসব কারণ উল্লেখ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।
সোমবার আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে তাদের এ বিবৃতি মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নয়, বরং বৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আটাবের কমিটি বাতিলে গভীর ষড়যন্ত্র এবং প্রশাসনিক মবের গন্ধ পাওয়া যাচ্ছে।
- আরও পড়ুন
ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন, আপা আর আসবে না: চট্টগ্রামের এসপি
জুলাই ঘোষণাপত্র নিয়ে বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি
এতে আরও বলা হয়, আটাবের বর্তমান কমিটির বিরুদ্ধে আটাব অনলাইন নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ার হোল্ডারের টাকা আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যার প্রমাণসহ পাঠানো হয়েছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে সেসব দালিলিক প্রমাণ এড়িয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটাব অনলাইনের এ ঘটনা বর্তমান কমিটির মেয়াদকালে হয়নি।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে আটাবের বর্তমান কমিটির বিরুদ্ধে যে মানববন্ধনের কথা উল্লেখ করা হয়েছে তা পুরোপুরি সাজানো এবং বানোয়াট। ওই মানবন্ধনের আটাবের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। অফিস আদেশে আটাব সংস্কার পরিষদ নামে একটি সংগঠনের কথা উল্লেখ করা হয়েছে। যা একটি ভূইফোঁড় সংগঠন এবং এর কোনো নিবন্ধন নেই।
এমএমএ/কেএসআর