আত্মকর্মী ও উদ্যোক্তা গড়তে নেত্রকোনায় মতবিনিময়

4 hours ago 6
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এ প্রতিপাদ্যে নেত্রকোনা যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সভা করা হয়।  এসময় তিন মাস মেয়াদি ‘গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি’-বিষয়ক চলমান আবাসিক কোর্সের প্রশিক্ষণ সমাপ্তি শেষে দ্রুত আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র প্রশিক্ষক (কৃষি) হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাহউদ্দিন আহমেদ অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, এখানে যারা প্রশিক্ষণ নিতে আসেন তারা প্রশিক্ষণ শেষে অনেকেই ঝরে পড়েন সহযোগিতার অভাবে। মূলত তারা প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে তা প্রয়োগ করেন না। আমাদের লক্ষ্য, তাদের আত্মনির্ভরশীল করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।  তিনি আরও বলেন, আর যেন এ প্রশিক্ষণ শেষে কেউ ঝরে না পড়ে। তাই আজ অভিভাবকদের সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অভিভাবক যারা আছেন, সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আপনার সন্তানকে প্রশিক্ষণ-পরবর্তী কাজে আত্মনিমগ্ন হতে সহযোগিতা করবেন। যেন তারা আপনাদের মুখ উজ্জ্বল করতে পারেন।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন বলেন, শুধু প্রশিক্ষণ করলেই হবে না, প্রশিক্ষণটি কাজে লাগাতে হবে। যে বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন সে বিষয়ের প্রতি আপনার আন্তরিকতা থাকতে হবে। এ কাজটিকে ভালোবাসতে হবে। তাহলেই শুধু প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ও একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। আরও বক্তব্য দেন নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (মৎস্য), সিনিয়র প্রশিক্ষক (পশু পালন) শামীমা পারভীন প্রমুখ।  মতবিনিময় সভায় ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছামাদসহ প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা তাদের লক্ষ্য, প্রত্যাশা, দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।  অন্যদের মধ্যে প্রশিক্ষক (মৎস্য) ইসরাত জাহান, প্রশিক্ষক (পশু পালন) সানোয়ারা ইসলাম, প্রদর্শক মো. রেজাউল করিম, হাসান মাহমুদ, অফিস সহকারী মো. শাহজাহান সিরাজসহ সব প্রশিক্ষণার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Entire Article