আদমদীঘিতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে আলোচনা সভা ও কেক কাটা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার সান্তাহার শহর প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল এ আয়োজনে কালবেলার উপজেলা প্রতিনিধি এরশাদ আলীর সভাপতিত্বে ও কালের কণ্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান।
তিনি বলেছেন, গণমানুষের প্রত্যাশা লেখনী এবং ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলে এরইমধ্যে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা। ভবিষ্যতেও কালবেলা যেন দেশের মানুষের কথা বলে এই প্রত্যাশাই রাখছি। সত্য নির্ভীক সংবাদের সব দিক তুলে ধরে এগিয়ে যাক কালবেলা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সান্তাহার শহর প্রেস ক্লাবের সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য সামিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম প্রমুখ।