আদাবরে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার

2 months ago 9

রাজধানীর আদাবর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রী আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) মোহাম্মদপু জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলাবিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেহেদী হাসান।

টিটি/এমকেআর/এমএস

Read Entire Article